( অন্যান্য / বংশ গ্রন্থাবলী / চূলগ্রন্থবংশ / ২. গ্রন্থকার পরিচিতি )
আচার্য বলতে প্রাচীন আচার্য আছেন, অর্থকথা আচার্য আছেন, গ্রন্থকারক আচার্য আছেন, তিন নামের আচার্য আছেন।
প্রাচীন আচার্যগণ কারা? – প্রথম সঙ্গীতিতে পাঁচশজন অর্হৎ পাঁচটি নিকায়ের নাম, অর্থ, তাৎপর্য বা কী বুঝাতে চেয়েছে, পদের আক্ষরিক অর্থ, সেগুলোর বিশ্লেষণ ও অবশিষ্ট কাজগুলো করেছেন। দ্বিতীয় সঙ্গীতিতে সাতশজন অর্হৎ সেগুলোরই শব্দ, অর্থ ইত্যাদি সংশ্লিষ্ট কাজগুলো আবার করেছেন। তৃতীয় সঙ্গীতিতে এক হাজার জন অর্হৎ সেগুলোরই শব্দ, অর্থ ইত্যাদি সংশ্লিষ্ট কাজগুলো আবার করেছেন। এভাবে এই দুই হাজার এবং দুইশজন অর্হতের মধ্যে মহাকচ্চায়ন বাদে বাকিরা হচ্ছেন প্রাচীন আচার্য।
অর্থকথা আচার্যগণ কারা? – যারা উপরোক্ত প্রাচীন আচার্য, তারাই হচ্ছেন অর্থকথা আচার্য।
গ্রন্থকারক আচার্যগণ কারা? – বিভিন্ন মহাঅর্থকথাকারী বিবিধ আচার্যগণ হচ্ছেন গ্রন্থকারক আচার্য।
তিন নামের আচার্য কারা? – মহাকচ্চায়ন হচ্ছেন তিন নামের আচার্য। [অর্থাৎ তিনি একাধারে প্রাচীন আচার্য, অর্থকথা আচার্য এবং গ্রন্থকারক আচার্য।]
মহাকচ্চায়ন কর্তৃক কোন গ্রন্থগুলো রচিত হয়েছে? – কচ্চায়ন, মহানিরুত্তি, চুল্লনিরুত্তি, যমক, নেত্তি, পেটকোপদেশ এই ছয়টি গ্রন্থ মহাকচ্চায়ন কর্তৃক রচিত।
বিবিধ আচার্য কর্তৃক কোন গ্রন্থগুলো রচিত হয়েছে? –
গ্রন্থাবলী | গ্রন্থকারক |
---|---|
মহাপচ্চরি | আচার্য মহাপচ্চরি |
মহাপচ্চরি অর্থকথা | অন্য এক আচার্য |
কুরুন্দি | আচার্য মহাকুরুন্দি |
| আচার্য মহাবুদ্ধঘোষ |
| আচার্য বুদ্ধদত্ত |
মূলটীকা (সাতটি অভিধর্ম গ্রন্থের অর্থকথার টীকা) | আচার্য আনন্দ |
| আচার্য ধর্মপাল |
চরিয়ানিরুত্তি মঞ্জূসা (চুল্লনিরুত্তি টীকা ও মহানিরুত্তির সংক্ষেপ) | দুইজন পূর্বাচার্য |
বিনয়গণ্ঠি | আচার্য মহাবজিরবুদ্ধি |
মুখমত্তদীপনী (ন্যাসপ্পকরণ) | আচার্য বিমলবুদ্ধি (দীপঙ্কর নামে পরিচিত) |
অত্থব্যাখ্যান | আচার্য চুল্লৰজিরবুদ্ধি |
| আচার্য দীপঙ্কর |
সচ্চসঙ্খেপ | আচার্য ধর্মপাল (আচার্য আনন্দের জ্যেষ্ঠ শিষ্য) |
| আচার্য কশ্যপ |
সদ্ধম্মপকাসনী (পটিসম্ভিদামার্গ অর্থকথা) | আচার্য মহানাম |
| অন্য এক আচার্য মহানাম |
নব মহাবংশ | আচার্য নব মহানাম |
সদ্ধম্মপজ্জোতিক | আচার্য উপসেন |
মোগ্গলানব্যাকরণ | আচার্য মোগ্গলান |
সুবোধালঙ্কার | আচার্য সঙ্ঘরক্খিত |
বুত্তোদয় | আচার্য বুত্তোদয়কার |
খুদ্দকসিক্খা | আচার্য ধম্মসিরি |
| দুইজন আচার্য |
| আচার্য অনুরুদ্ধ |
খেম | আচার্য খেম |
| আচার্য সারিপুত্ত |
ৰিনযত্থমঞ্জূসা (কঙ্খাবিতরণীর টীকা) | আচার্য বুদ্ধনাগ |
অভিধানপ্পদীপিকা | আচার্য নৰ মোগ্গলান |
| আচার্য ৰাচিস্সর |
| আচার্য সুমঙ্গল |
সারত্থসঙ্গহ | আচার্য বুদ্ধপিয |
দন্তধাতু পকরণ | আচার্য ধম্মকিত্তি |
জিনচরিত | আচার্য মেধঙ্কর |
| আচার্য বুদ্ধরক্খিত |
অনাগতৰংস অট্ঠকথা | আচার্য উপতিস্স |
| বিভিন্ন আচার্যগণ আলাদাভাবে এগুলো রচনা করেন |
সদ্দত্থভেদচিন্তা | আচার্য সদ্ধম্মসিরি |
সুমন কূটৰণ্ণনা | আচার্য দেৰ |
সোতত্থকিনিদান | আচার্য চুল্লবুদ্ধঘোষ |
মধুরসঙ্গাহণীকিত্তি | আচার্য রট্ঠপাল |
লিঙ্গত্থৰিৰরণ-পকরণ | আচার্য সুভূতচন্দ |
সদ্দনীতি পকরণ | আচার্য অগ্গৰংস |
মহাটীকা (ন্যাসপকরণটীকা) | আচার্য ৰজিরবুদ্ধি |
| আচার্য গুণসাগর |
সদ্দত্থভেদচিন্তা মহাটীকা | আচার্য অভয |
লিঙ্গত্থৰিৰরণপ্পকাসন | আচার্য ঞাণসাগর |
| অন্য এক আচার্য |
সদ্দত্থ-ভেদচিন্তা মজ্ঝিমটীকা | অন্য এক আচার্য |
| আচার্য উত্তম |
সদ্দত্থ-ভেদচিন্তা নৰটীকা | অন্য এক আচার্য |
| এক অমাত্য |
| আচার্য ধম্মসেনাপতি |
কারিকা টীকা | অন্য এক আচার্য |
এতিমাসপিদীপিকা টীকা | অন্য এক আচার্য |
সদ্দবিন্দু | অন্য এক আচার্য |
সদ্দৰুত্তিপ্পকাসক | আচার্য সদ্ধম্মগুরু |
সদ্দৰুত্তিপ্পকাসক টীকা | আচার্য সারিপুত্ত |
| অন্য এক আচার্য |
লোকদীপকসার | আচার্য নৰমেধঙ্কর |
লোকুপ্পত্তি | আচার্য অগ্গপণ্ডিত |
জঙ্ঘদাসক টীকা | আচার্য চীৰর |
| আচার্য সদ্ধম্মজোতিপাল |
অভিধম্ম-পন্নরসট্ঠান | আচার্য ৰিমলবুদ্ধি |
| আচার্য নৰবিমলবুদ্ধি |
পঞ্চপকরণটীকার নব অনুটীকা | অন্য এক আচার্য |
মণিসারমঞ্জূসা (অভিধম্মসঙ্গহ-টীকার নৰানুটীকা) | আচার্য অরিযৰংস |
| বিবিধ আচার্যগণ কর্তৃক রচিত |
| শ্রীলঙ্কা ও অন্যান্য স্থানের পণ্ডিতগণ কর্তৃক রচিত |
বুদ্ধপণাম গাথাবলী
| শ্রীলঙ্কা ও অন্যান্য স্থানের পণ্ডিতগণ কর্তৃক রচিত |