( সুত্রপিটক / ৩. সংযুক্ত নিকায় / ৫. মহাবর্গ / ১২. সত্য সংযুক্ত / ৩. কোটিগ্রাম বর্গ/ ১. প্রথম কোটিগ্রাম সুত্র )
১০৯১. ভগবান একসময় বজ্জী রাজ্যের কোটিগ্রামে অবস্থান করছিলেন। সেখানে তিনি ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, “হে ভিক্ষুগণ, চারটি আর্যসত্যকে না বুঝার কারণে, উপলদ্ধি না করার কারণে তোমরা ও আমি এভাবে দীর্ঘকাল ধরে ঘুরেছি, পরিভ্রমণ করেছি।”
“কোন চারটি? হে ভিক্ষুগণ, দুঃখ আর্যসত্যকে না বুঝার কারণে, উপলদ্ধি না করার কারণে তোমরা ও আমি এভাবে দীর্ঘকাল ধরে ঘুরেছি, পরিভ্রমণ করেছি।”
“দুঃখের উৎপত্তি আর্যসত্যকে না বুঝার কারণে, উপলদ্ধি না করার কারণে তোমরা ও আমি এভাবে দীর্ঘকাল ধরে ঘুরেছি, পরিভ্রমণ করেছি।”
“দুঃখের নিরোধ আর্যসত্যকে না বুঝার কারণে, উপলদ্ধি না করার কারণে তোমরা ও আমি এভাবে দীর্ঘকাল ধরে ঘুরেছি, পরিভ্রমণ করেছি।”
“দুঃখ নিরোধের পথ আর্যসত্যকে না বুঝার কারণে, উপলদ্ধি না করার কারণে তোমরা ও আমি এভাবে দীর্ঘকাল ধরে ঘুরেছি, পরিভ্রমণ করেছি।”
“হে ভিক্ষুগণ, সেই দুঃখ আর্যসত্য বুঝা হয়েছে, উপলদ্ধি হয়েছে। দুঃখের উৎপত্তি আর্যসত্য বুঝা হয়েছে, উপলদ্ধি হয়েছে। দুঃখের নিরোধ আর্যসত্য বুঝা হয়েছে, উপলদ্ধি হয়েছে। দুঃখ নিরোধের পথ আর্যসত্য বুঝা হয়েছে, উপলদ্ধি হয়েছে।”
“জীবনের তৃষ্ণা উচ্ছিন্ন হয়েছে। জীবনের বন্ধন ক্ষীণ হয়ে এসেছে। এখন আর পুনর্জন্ম নেই।”
ভগবান এটা বললেন। এটা বলে শাস্তা এরপর বললেন,
"চারি আর্যসত্যকে যথাযথভাবে না দেখার কারণে,
দীর্ঘকাল ধরে কত জন্ম জন্মান্তরে ঘুরেছি।
সেগুলো এখন দেখা হয়েছে, জীবনের বন্ধন ফুরিয়েছে।
দুঃখের মূল উচ্ছিন্ন হয়েছে, এখন আর পুনর্জন্ম নেই।"