( সুত্রপিটক / ৩. সংযুক্ত নিকায় / ৫. মহাবর্গ / ১২. সত্য সংযুক্ত / ৩. কোটিগ্রাম বর্গ/ ১. প্রথম কোটিগ্রাম সুত্র ) ১০৯১. ভগবান একসময় বজ্জী রাজ্যের কোটিগ্রামে অবস্থান করছিলেন। সেখানে তিনি ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, “হে ভিক্ষুগণ, চারটি আর্যসত্যকে না বুঝার কারণে, উপলদ্ধি না করার কারণে তোমরা ও আমি এভাবে দীর্ঘকাল ধরে ঘুরেছি, পরিভ্রমণ…