( সুত্রপিটক / ৩. সংযুক্ত নিকায় / ২.নিদানবর্গ / ৪. অনাদি সংযুক্ত / ২. দ্বিতীয় বর্গ / ১০. বিপুলপর্বত সুত্র) ১৪৩. এক সময় ভগবান রাজগৃহের গৃধ্রকূট পর্বতে অবস্থান করছিলেন। তখন ভগবান ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ। ভিক্ষুরা তখন প্রত্যুত্তর দিল, ভান্তে। ভগবান বললেন, হে ভিক্ষুগণ, অনাদি এই সংসার। অবিদ্যার আবরণে ঢাকা, তৃষ্ণায় আবদ্ধ প্রাণিদের…
Month: January 2020
দীর্ঘজাণু সুত্র
( সুত্রপিটক / ৪. অঙ্গুত্তর নিকায় / ৮. অষ্টম নিপাত / ৬. গৌতমী বর্গ / ৪. দীর্ঘজাণু সুত্র ) ৫৪. এক সময় ভগবান কোলিয়দের মাঝে কক্করপত্র নামে কোলিয়দের এক গঞ্জে অবস্থান করছিলেন। তখন কোলিয়পুত্র দীর্ঘজাণু ভগবান যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসল। একপাশে বসে কোলিয়পুত্র দীর্ঘজাণু ভগবানকে…
ইন্দক সুত্র
( সুত্রপিটক / ৩. সংযুক্ত নিকায় / ১. সগাথাবর্গ / ১০. যক্ষ সংযুক্ত / ১. ইন্দক সুত্র ) ২৩৫. আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান রাজগৃহের ইন্দ্রকূট পর্বতে ইন্দক নামক যক্ষের ভবনে অবস্থান করছিলেন। তখন ইন্দক যক্ষ ভগবান যেখানে অবস্থান করছিলেন সেখানে উপস্থিত হয়ে গাথায় বলল, অর্থকথা ইন্দ্রকূট পর্বতে বসবাসকারী এই যক্ষটি মহাপ্রভাবশালী দলনেতা বলে…
কূটাগার সুত্র
( সুত্রপিটক / ৩. সংযুক্ত নিকায় / ৫. মহাবর্গ / ১২. সত্য সংযুক্ত / ৫. প্রপাত বর্গ/ ৪. কূটাগার সুত্র ) ১১১৪. হে ভিক্ষুগণ, কেউ যদি এরকম বলে, ‘আমি দুঃখ আর্যসত্যকে যথাযথভাবে উপলদ্ধি না করে, দুঃখের উৎপত্তি আর্যসত্যকে যথাযথভাবে উপলদ্ধি না করে, দুঃখের নিরোধ আর্যসত্যকে যথাযথভাবে উপলদ্ধি না করে, দুঃখ নিরোধের পথ আর্যসত্যকে যথাযথভাবে উপলদ্ধি…