= স্বর্গীয় উদ্যান। পালি নাম: চিত্তলতাৰন।
রেফারেন্স – ১: মঘের কাহিনী
দেবরাজ ইন্দ্রের মনুষ্যকুলে মঘ জন্মের সময়ে তার অন্যতম স্ত্রী ছিল চিত্রা। সে মনোরম সুন্দর একটা ফুলের উদ্যান বানিয়ে দিয়েছিল। সেখানে এত ধরনের ফুলফলের গাছ ছিল যে “এই ফুল বা ফলের গাছটা তো নেই” বলাটা মুশকিল হত। মরণের পরে সে তাবতিংস স্বর্গে জন্মাল। উদ্যান বানিয়ে দেয়ার কারণে স্বর্গে তার জন্য পাঁচশ যোজন বিস্তৃত চিত্রলতাবন উৎপন্ন হলো। দেবপুত্রদের মরণের সময় ঘনিয়ে আসলে কয়েকটা লক্ষণ দেখা দেয়। তখন তাদেরকে এই চিত্রলতাবনে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে প্রবেশ করলে মরণের শোক ভুলে গিয়ে বনের শোভায় মোহিত হয়ে উপভোগ করতে থাকে।