= ১. স্বর্গীয় পুরুষ; স্বর্গীয় লোকজন। পালি নাম: দেৰ।
= ২. রাজা বা অধিপতির প্রতি সম্বোধন। পালি নাম: দেৰ।
রেফারেন্স ১.১: মঘের কাহিনী
মাতাল হন নি বলে মঘবান, দেবতাদের মধ্যে সেরা হতে পেরেছেন।
মাতাল না হওয়াটা প্রশংসনীয়, মাতাল হওয়াটা সর্বদা নিন্দনীয়।
এর মানে হচ্ছে বর্তমানে মঘবান নামে পরিচিত যে দেবরাজ ইন্দ্র, তিনি অতীত জন্মে মঘ নামের যুবক ছিলেন। তিনি বর্তমানে দুই দেবলোকের রাজা হওয়ার কারণে দেবতাদের মধ্যে সেরা হতে পেরেছেন।
দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময়ে অসুরেরা পরাজিত হলে তখন দশহাজার যোজন বিস্তৃত তাবতিংস দেবনগরী উৎপন্ন হয়েছিল।
রেফারেন্স ২.১: মঘের কাহিনী
মঘ যে গ্রামে বাস করত সেই গ্রামের মাতব্বর তখন মঘ ও তার সহায়কদের কর্মকাণ্ডে খুশি হতে পারে নি। তাই সে রাজার কাছে গিয়ে অভিযোগ দিল, “হে দেবতা, আমি ডাকাতদেরকে দল বেঁধে ঘুরে বেড়াতে দেখেছি।” রাজা আদেশ দিলেন, “যাও, তাদেরকে ধরে আন।” তখন সে গিয়ে তাদের সবাইকে বেঁধে এনে রাজার সামনে হাজির করাল। রাজা আর বিচারের ঝামেলায় গেলেন না। সোজা আদেশ দিলেন, “এদেরকে হাতি দিয়ে পিষ্ট করে মেরে ফেল।”