= মঘের চারজন স্ত্রীর অন্যতম। পালি নাম: নন্দা।
রেফারেন্স: মঘের কাহিনী
দেবরাজ ইন্দ্র যখন অতীতে মঘ নামের যুবক ছিলেন তখন তার ঘরে চারজন স্ত্রী ছিল। তারা ছিল নন্দা, চিত্রা, সুধর্মা ও সুজা।
নন্দা চিন্তা করল, এই বিশ্রামশালা করতে গিয়ে এরা আমাদেরকে অংশীদার করে নি। সুধর্মা চালাক হওয়ায় কড়িকাঠ বানিয়ে বিশ্রামশালার অংশীদার বনে গেছে। আমারও কিছু একটা করা দরকার। কী যে করি! হঠাৎ তার মনে পড়ল, বিশ্রামশালায় আসা লোকজনের তো খাওয়ার পানি, গোসলের পানি দরকার আছে। পুকুর খনন করে দেব একটা। সে পুকুর বানিয়ে দিল।
নন্দা মরণের পরে তাবতিংস স্বর্গে জন্মাল। তার পুণ্যের কারণে পাঁচশ যোজন বিস্তৃত নন্দা নামের সরোবর উৎপন্ন হলো।
সুজা মরণের পরে বকী হিসেবে জন্মেছিল। দেবরাজ সক্ক বকীকে হাতের উপরে রেখে দেবলোকে নিয়ে গেলেন। সেখানে বকীটাকে নন্দা সরোবরের পাড়ে রেখে দিয়ে অন্য তিনজনকে বললেন, “তোমাদের বান্ধবী সুজাকে দেখবে?”
“কোথায় সে, দেব?”
“নন্দা সরোবরের পাড়ে।”
তারা তিনজন গিয়ে তাকে দেখে উপহাস করে বলল, “আহা, আর্য্যার এমন সাজগোজের এই ফল! এখন তার ঠোঁট দেখ, পাগুলো দেখ, হাঁটু দেখ। সে তো দেখছি বেশ সুন্দরই হয়েছে!” এভাবে উপহাস করে তারা চলে গেল।