= জণ্ডিস রোগ। অন্য নাম: পাণ্ডু রোগ। পালি নাম: পণ্ডুরোগ।
রেফারেন্স ১.১: আমগন্ধ সুত্র
আমগন্ধ নামের এক ব্রাহ্মণ পাঁচশ যুবককে সাথে করে তাপস হিসেবে প্রব্রজ্যা নিয়ে হিমালয়ে প্রবেশ করেছিল। তারা পর্বতের মাঝে আশ্রম বানিয়ে বনের ফলমূল খেয়ে সেখানে বসবাস করত। কখনো মাছমাংস খেত না। তখন টক লবণ ইত্যাদি না খাওয়ার ফলে তাদের জণ্ডিস রোগ হলো। তারা টক লবণ ইত্যাদি খাওয়ার জন্য লোকালয়ে এক প্রত্যন্ত গ্রামে আসল। সেখানে লোকজন তাদের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াল। খাওয়া সেরে তাদের জন্য খাট, চেয়ার, পাত্র, পাপোষ ইত্যাদি নিয়ে এসে বাসস্থান দেখিয়ে দিয়ে বলল, ‘ভান্তে, এখানে থাকুন। কোনো চিন্তা করবেন না।’ দ্বিতীয়দিনও এভাবে দান দিল। এভাবে তারা প্রত্যেক ঘর থেকে একেক দিন করে দান দিল। তাপসেরা চারমাস সেখানে অবস্থান করে লবণ, টক ইত্যাদি খেয়ে শরীর ঠিকঠাক করল। এরপরে তারা লোকজনকে বলল, “বন্ধুগণ, আমরা চলে যাব।”
তখন লোকজন তাদেরকে তেল, চাল ইত্যাদি দিল। তারা সেগুলো নিয়ে নিজেদের আশ্রমে ফিরে গেল। তারা এভাবে প্রত্যেক বছর সেই গ্রামে আসত। লোকজন তাদের আসার সময় হলে দানের জন্য চাল ইত্যাদি তুলে রেখে তাদের জন্য অপেক্ষা করত। তারা আসলে আগের মতো করেই সম্মান করত।