= অসতর্কতা; অসাবধানতা; মাতাল হওয়া। পালি নাম: পমাদ।
রেফারেন্স: মঘের কাহিনী
মাতাল হন নি বলে মঘবান, দেবতাদের মধ্যে সেরা হতে পেরেছেন।
মাতাল না হওয়াটা প্রশংসনীয়, মাতাল হওয়াটা সর্বদা নিন্দনীয়।
মাতাল হওয়াটা সর্বদা নিন্দনীয় মানে হচ্ছে প্রমাদ বা মাতাল হওয়াটা আর্যগণের নিত্য নিন্দিত। কী কারণে? সকল প্রকার পরিহানির মূল কারণ হয় বলে। মানুষ হয়েও দুর্গত অবস্থায় পড়া, অথবা অপায় বা দুঃখময় ভূমিতে জন্মানো ইত্যাদি সবই হচ্ছে প্রমাদ বা মাতাল হওয়ার কারণে।