= বুদ্ধত্ব লাভের স্থান। পালি নাম: বোধিমণ্ড।
কশ্যপ বোধিসত্ত্ব ঘরে বসেই আনাপান স্মৃতি ভাবনা করে চারি ধ্যান এবং অভিজ্ঞা বা বিশেষ জ্ঞান লাভ করে প্রাসাদে করে উড়ে গিয়ে বোধিমণ্ডপ বা বুদ্ধত্ব লাভের স্থানের কাছে গিয়ে হাজির হলেন। এরপর অধিষ্ঠান করলেন, এই প্রাসাদ আগের স্থানে ফিরে যাক। তার অধিষ্ঠানবলে সেটি আগের স্থানে ফিরে গেল।
বুদ্ধত্ব লাভ করতে গিয়ে বোধিসত্ত্বের অবশ্যই প্রব্রজিত হতে হয়। প্রব্রজিত না হয়ে নাকি বোধিমণ্ডপ বা বুদ্ধত্ব লাভের স্থানে যাওয়া যায় না। তাই কশ্যপ বোধিসত্ত্বও প্রব্রজিত হয়ে বোধিমণ্ডপে হাজির হয়ে সাত দিন সাধনা করে সম্যকসম্বোধি প্রাপ্ত হলেন। (আমগন্ধ সুত্র)