= মহাসমুদ্র। অন্য নাম: মহাসমুদ্র, মহাসাগর। পালি নাম: মহাসমুদ্দ।
রেফারেন্স: মঘের কাহিনী
সেই সময়ে তাবতিংস স্বর্গীয় ভবনে অসুরেরা বাস করত। মঘ তখন দেবরাজ সক্ক এবং তার সহায়কেরা দেবপুত্র রূপে স্বর্গে নতুন বাসিন্দা হিসেবে জন্মেছেন। তাই “নতুন নতুন দেবপুত্ররা এসেছেন” এই উপলক্ষে অসুরেরা দিব্য মদের আসর বসাল। দেবরাজ সক্ক তার লোকজনকে মদ না খাওয়ার সংকেত দিলেন। অসুরেরা এদিকে দিব্য পানীয় খেয়ে মাতাল হয়ে গেল। তখন সক্ক “এদের দিয়ে সাধারণভাবে রাজত্ব করে কী লাভ?” এই বলে তাদেরকে পায়ে ধরে মহাসাগরে ছুঁড়ে দেয়ার নির্দেশ দিলেন। তারা উল্টে গিয়ে মহাসাগরে পড়ে গেল। অসুরেরা স্বর্গ থেকে বিতাড়িত হলো ঠিকই, কিন্তু তাদের পুণ্যবলে সাগরতলে সিনেরু পর্বতের গোড়ায় অসুরভবন দেখা দিল। গড়শিঙ্গা বৃক্ষ উৎপন্ন হলো।