= পালি নাম: মুত্ত।

রেফারেন্স: মঘের কাহিনী
তাবতিংস স্বর্গে দেবরাজ ইন্দ্রের বৈজয়ন্ত নামের প্রাসাদ ছিল সাতশ যোজন উঁচু এবং সপ্তরত্ন দিয়ে সজ্জিত। সেটি তিনশ যোজন উঁচু পতাকা দিয়ে অলঙ্কৃত ছিল। সোনার খুঁটিগুলোতে ছিল মণিময় পতাকা। মণিময় খুঁটিগুলোতে ছিল স্বর্ণালী পতাকা। প্রবালের খুঁটিগুলোতে ছিল মুক্তার পতাকা। মুক্তার খুঁটিগুলোতে ছিল প্রবালের পতাকা। সপ্তরত্নময় খুঁটিগুলোতে ছিল সপ্তরত্নের পতাকা। মাঝখানে থাকা পতাকার উচ্চতা ছিল তিনশ যোজন।