= বুদ্ধের একটি উপাধি। পালি নাম: সম্মাসম্বুদ্ধ।
বুদ্ধের অন্যান্য উপাধি: তথাগত, ভগবান, শাস্তা, সম্যকসম্বুদ্ধ, সুগত।
রেফারেন্স: মঘের কাহিনী
বৈশালিতে মহালি নামের একজন লিচ্ছবি থাকত। সে তথাগতের সক্কপ্রশ্ন সুত্র দেশনা শুনে নাকি ভেবেছিল, “সম্যকসম্বুদ্ধ সক্কের গুণের মহাপ্রশংসা করেছেন। সেটা কি তিনি দেখে বলেছেন নাকি নাদেখে বলেছেন? তিনি কি সক্ককে চেনেন নাকি চেনেন না? আমি বরং তাকে ব্যাপারটা জিজ্ঞেস করব।” এভাবে বুদ্ধকে অনেকেই সম্যকসম্বুদ্ধ হিসেবেও নির্দেশ করে থাকে।