= এক জাতীয় কাঁটাওয়ালা গাছ বা তার ফুল। পালি নাম: সিপ্পলি, সিম্বলি। ইংরেজি নাম: Red Silk-Cotton; Red Cotton Tree। বৈজ্ঞানিক নাম: Bombax ceiba।




রেফারেন্স: মঘের কাহিনী
দেবরাজ সক্কের আগের জন্মের স্ত্রী সুজা অসুরভবনে পরমাসুন্দরী অসুরকন্যা হিসেবে জন্মেছিল। দেবরাজ সক্ক তাকে আনার জন্য এক বুড়ো অসুরের রূপ ধরে অসুরভবনে গেলেন। সেখানে গিয়ে তিনি অসুরকন্যার হাত ধরে “আমি সক্ক” বলে ঘোষণা করে আকাশে উঠে গেলেন। অসুরেরা তা শুনে “বুড়ো সক্ক আমাদেরকে ঠকিয়ে গেল” বলে তার পিছু ধাওয়া করল। এদিকে সারথি মাতলি তখন বৈজয়ন্ত রথ নিয়ে মাঝপথে অপেক্ষা করছিল। সক্ক অসুরকন্যাকে রথে উঠিয়ে দেবনগরীর অভিমুখে রওনা দিলেন। মাঝপথে শিমুলবনে পৌঁছলে রথের শব্দ শুনে গরুড় পাখির ছানাগুলো ভয়ে চীৎকার করে কান্না শুরু করে দিল। তাদের শব্দ শুনে সক্ক মাতলিকে জিজ্ঞেস করলেন, “এরা কারা কাঁদছে?”
“গরুড় পাখির ছানাগুলো, দেব।”
“কী কারণে কাঁদছে?”
“রথের শব্দ শুনে মরণভয়ে কাঁদছে।”
“আমার একজনের কারণে এতগুলো পাখি রথের প্রচণ্ড গতির তোড়ে চূর্ণবিচূর্ণ হয়ে নষ্ট না হোক। রথ ফেরাও।”
সারথি মাতলি তখন হাজারো সিন্ধব ঘোড়াকে লাঠির মাধ্যমে সংকেত দিয়ে রথ ফেরাল। তা দেখে অসুরেরা ভাবল, বুড়ো সক্ক অসুরপুর থেকে পালাতে পালাতে এখন রথ ঘুরিয়েছেন। নিশ্চয়ই তার সাহায্যকারী সেনারা এসে গেছে। এই ভেবে তারা যে পথে এসেছিল সেই পথেই অসুরপুরে ফিরে গিয়ে আর মাথা তোলার সাহস পেল না।