= পালি নাম: সুপণ্ণ।
রেফারেন্স: মঘের কাহিনী
অসুরভবনে গড়শিঙ্গা ফুল ফুটতে শুরু করলে অসুরেরা “আমাদের জন্মস্থানে দিব্য পারিজাত ফুল ফোটার সময় হয়েছে” বলে যুদ্ধের জন্য স্বর্গে উঠতে শুরু করে। তাদের প্রতিরোধের জন্য সক্ক নিচের সমুদ্রে নাগদেরকে বসিয়ে দিয়েছেন। এর উপরে সুপর্ণদেরকে। এর উপরে কুম্ভণ্ডদেরকে। এর উপরে যক্ষদেরকে। এরপরে চারি মহারাজাকে। সবার উপরে উপদ্রব নিবারণের জন্য দেবনগরীর গেটগুলোতে বজ্র হাতে নিয়ে থাকা ইন্দ্রের প্রতিমা স্থাপন করে রেখেছেন।
অসুরেরা নাগ, সুপর্ণ, কুম্ভণ্ড, যক্ষ ও চারি মহারাজাদেরকে জয় করে অগ্রসর হলেও দূর থেকে ইন্দ্রের মূর্তি দেখেই “সক্ক বের হয়েছেন রে!” বলে ভয়ে পালিয়ে যায়।