= স্রোতাপত্তি মার্গফল। পালি নাম: সোতাপত্তি।
রেফারেন্স: মঘের কাহিনী
বৈশালিতে মহালি নামের একজন লিচ্ছবি থাকত। সে তথাগতের সক্কপ্রশ্ন সুত্র শুনে ভগবানকে গিয়ে দেবরাজ ইন্দ্র বা সক্কের ব্যাপারে জিজ্ঞেস করল। তখন বুদ্ধ মহালিকে দেবরাজ ইন্দ্রের অতীতের মঘ জন্মের সময়কার সাতটি ব্রতের কথা বললেন। পরে মহালি বিস্তারিত শুনতে চাইলে মঘের কাহিনীও বললেন বিস্তারিত করে। কাহিনী শেষে বুদ্ধ তখন এই গাথা বললেন,
৩০. মাতাল হন নি বলে মঘবান, দেবতাদের মধ্যে সেরা হতে পেরেছেন।
মাতাল না হওয়াটা প্রশংসনীয়, মাতাল হওয়াটা সর্বদা নিন্দনীয়।
গাথা শেষে মহালি লিচ্ছবী স্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হল। উপস্থিত লোকজনের মধ্যে বহু লোক স্রোতাপন্ন ইত্যাদি হয়ে গেল।